নেপালে আবারো বিমান বিধ্বস্ত


নিউজ ডেস্ক প্রকাশিত: মে ১৬, ২০১৮, ০৬:৩৮ পিএম
নেপালে আবারো বিমান বিধ্বস্ত

নেপালের হুমলার বাহুন খারকা এলাকায় ছোট বিমান বিধ্বস্তে দুই পাইলট নিহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার বিধ্বস্ত বিমানটি একটি কার্গো বিমান ছিলো।

নেপালের বেসামরিক বিমান কর্তৃপক্ষের উপ-মহাপরিচালক রাজন পোখারেল বলেছেন, বিধ্বস্ত বিমানটি মাকালু এয়ারের। হুমলার বাহুন খারকা এলাকার সিমিকোট পাসে পণ্যবাহী এই বিমান বিধ্বস্ত হয়েছে।

তিনি বলেন, বিমানটি ১২ হাজার ৮০০ ফুট উপর দিয়ে উড়ছিল। এক ইঞ্জিনবিশিষ্ট বিমানটি হুমলা জেলার সিমিকোটে যাওয়ার উদ্দেশে সুরখেত থেকে উড্ডয়ন করেছিল।

কাঠমান্ডু পোস্ট বলছে, সুরখেত থেকে পণ্যবাহী ওই বিমান স্থানীয় সময় বুধবার সকাল ৬টা ১২ মিনিটে যাত্রা শুরু করে। সকাল ৬টা ৫৫ মিনিটে সিমিকোটে অবতরণের কথা ছিল বিমানটির। পণ্যবাহী এই বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায় স্থানীয় সময় সকাল ১১টার পরে।

 

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর