এবার আন্তর্জাতিক সহায়তা চাইলেন সু চি


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ১৯, ২০১৮, ১২:১৪ পিএম
এবার আন্তর্জাতিক সহায়তা চাইলেন সু চি

রোহিঙ্গা ইস্যুতে এবার আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি। অস্ট্রেলিয়ায় আসিয়ানের দুই দিনব্যাপী বিশেষ সম্মেলনে যোগ দিয়ে অং সান সু চি এ সহায়তার আহ্বান জানান।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মালক্লম টার্নবুল সু চির বরাতে জানান, রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমার কাজ করবে বলে আশ্বস্ত করেছে। এ জন্য সু চি আসিয়ানসহ অন্যান্য দেশের সহায়তা চেয়েছেন। টার্নবুল বলেন, আসিয়ান নেতারাও রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমারকে সহায়তা করে যাবে। যাতে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত হয়। পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখাইনে শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ সৃষ্টির বিষয়েও জোর দেন তিনি।

এদিকে, জোটভুক্ত মালয়েশিয়া আগেই রাখাইনে সেনা নিপীড়নের অভিযোগের বিষয়ে আসিয়ানের নেতৃত্বে স্বাধীন তদন্তের দাবি করে। সম্মেলনের প্রথম দিনও দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক এই ইস্যুতে সু চির ওপর চাপ অব্যাহত রাখার কথা বলেন। এদিকে, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীও জানান, রাখাইন পরিস্থিতি নিয়ে পর্যবেক্ষণ চালিয়ে যাওয়ার যেতে হবে।

গো নিউজ২৪/এমআর

আন্তর্জাতিক বিভাগের আরো খবর