এবার সাপের রক্ত পান করবেন সেনারা!


প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০১৮, ০৯:০৫ পিএম
এবার সাপের রক্ত পান করবেন সেনারা!

চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি থাইল্যান্ডে শুরু হয়েছে বার্ষিক কোবরা গোল্ড সামরিক অনুশীলন। এই অনুশীলনে অংশ নিয়েছেন ২৯টি দেশের ১১ হাজার ৭৫ জন সেনা। ওই সেনাদের টানা ১০ দিন গভীর জঙ্গলে কাটাতে হবে। আর এ সময় সাপের রক্ত পান ও মাংস খেয়ে বেঁচে থাকতে হবে তাদের। খবর বিবিসি, নিউজ উইক।

অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে প্রধান সাতটি দেশ হলো- মার্কিন যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।
যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের সেনাদের নেতৃত্বে ৩৭ বছর ধরে চলছে এই বার্ষিক কোবরা গোল্ড সামরিক অনুশীলন।

এ সামরিক প্রশিক্ষণের সময় মাকড়সা, কাঁকড়া ও বিচ্ছার শরীর থেকে কীভাবে বিষ বের করতে হয় তা শেখানো হয়। এমনকি কোন গাছ খাওয়া যায়, সেটিও খুঁজে বের করতে হয় সামরিক বাহিনীর সদস্যদের।
প্রশিক্ষণ পরিচালক মেজর চাইওয়াত ল্যাডসিন বলেছেন, জঙ্গলের প্রতিকূল পরিবেশে কীভাবে বেঁচে থাকতে হয় তাই শেখানো হয় এই অনুশীলনে।

গোনিউজ২৪/এমএফ

আন্তর্জাতিক বিভাগের আরো খবর