শুধু কসমেটিকস সার্জারিতে বছরে ৮শ কোটি খরচ যাদের


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০১৮, ০৮:৩৩ পিএম
শুধু কসমেটিকস সার্জারিতে বছরে ৮শ কোটি খরচ যাদের

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে গালফ (আরব) অঞ্চলের মানুষরা তাদের কসমেটিকস সার্জারিতে বছরে ৪ বিলিয়ন আমিরাতি দিরহাম খরচ করেন। যা মার্কিন ১ বিলিয়ন ডলার এর সামান। আর অংকটা বাংলাদেশী টাকায় ৮শ ৩৩ কোটি ৫০লাখ। যার মধ্যে শুধু মাত্র সংযুক্ত আরব আমিরাত একাই খরচ করে এক বিলিয়ন দিরহাম।

এই গবেষণাটি নিয়ে ফেব্রুয়ারির শেষের দিকে দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্লাস্টিক সার্জারি সম্মেলনে আলোচনা করা হবে। যেখানে আরব, ইউরোপ, এশিয়া এবং যুক্তরাস্টসহ ২৩টি দেশ থেকে ২৫০জন প্লাস্টিক সার্জন অংশগ্রহণ করবেন।  

গবেষণাতে বলা হয়েছে এসব কসমেটিকসের মধ্যে ৭৫ শতাংশই মেয়েদের জন্য। আর বাকিটা পুরুষদের জন্য। 

দুদিন ব্যাপী ওই সম্মেলনে দুর্ঘটনাতে আক্রান্ত হওয়ার পর আধুনিক কসমেটিকস সার্জারির মাধ্যমে আগের সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য যে সকল উন্নত প্রযুক্তি এসেছে সেসব নিয়ে আলোচনা করা হবে। সুত্র: আল আরাবিয়া।
 

গোনিউজ২৪/এমএফ


 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর