কসোভোর সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০১৮, ০৬:১৪ পিএম
কসোভোর সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা

কসভোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত করেছে বাংলাদেশ। এ লক্ষ্যে ১৬ ফেব্রুয়ারি একটি যৌথ ইশতেহারে সই করে দুই দেশ। বাসস’র খবর। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন ও কসভোর কনসাল জেনারেল তিউতা সাহাতকিজা নিউইয়র্কে নিজ নিজ সরকারের পক্ষে ইশতেহারে সই করেন।

ঢাকায় বাংলাদেশ পররাষ্ট্রদফতরের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ও কসভোর মধ্যে ডকুমেন্ট সই হওয়ায় দুই বন্ধুপ্রতীম রাষ্ট্রের মধ্যে সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় পারস্পরিক সহযোগিতা ও সমর্থনের দিগন্ত প্রসারিত হবে।

এতে জাতীয় সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, ভৌগলিক অখণ্ডতা ও অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা সংক্রান্ত জাতিসংঘ নীতিমালা ও আন্তর্জাতিক আইন মেনে চলার ব্যাপারে দুই সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। গত বছর ফেব্রুয়ারিতে কসভোকে আনুষ্ঠনিক স্বীকৃতি দেয় বাংলাদেশ।

গোনিউজ২৪/এমএফ

আন্তর্জাতিক বিভাগের আরো খবর