ত্রিপুরা বিধানসভার ৫৯টি আসনে ভোটগ্রহণ শুরু


নিউজ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০১৮, ০৯:৩৫ এএম
ত্রিপুরা বিধানসভার ৫৯টি আসনে ভোটগ্রহণ শুরু

ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রাজ্যের ৬০টি আসনের মধ্যে ৫৯টি আসনের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

রোববার স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এটি চলবে বিকেল ৪টা পর্যন্ত।

১৯-চড়িলাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী রমেন্দ্র নারায়ণ দেববর্মার আকস্মিক মৃত্যুতে এই আসনের ভোট স্থগিত রয়েছে। এই আসনে ভোট হবে আগামী ১২ মার্চ।

৩ হজার ২শ'১৪টি ভোটকেন্দ্রের মধ্যে ভোট হচ্ছে ৩ হাজার ১শ' ৭৪টি কেন্দ্রে। রাজ্যের প্রতিটি ভোটকেন্দ্রের ২শ’ মিটার এলাকার মধ্যে ১৪৪ ধারা জারি রয়েছে।

ভোটাররা ২৯২ জন প্রার্থীর ভাগ্য আগামী পাঁচ বছরের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) বন্দি করছেন। যার ফল প্রকাশিত হবে আগামী ৩ মার্চ।

গো নিউজ২৪/এমআর

আন্তর্জাতিক বিভাগের আরো খবর