সৌদির আগ্রাসন ব্যর্থ হয়েছে: কাতার


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০১৮, ০৮:১৫ পিএম
সৌদির আগ্রাসন ব্যর্থ হয়েছে: কাতার

কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আলে সানি বলেছেন, সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের অবরোধ ব্যর্থ করে দেয়া হয়েছে। জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

কাতারের আমির আরও বলেছেন, "জনগণের ওপর চাপিয়ে দেয়া অবৈধ ও আগ্রাসী তৎপরতা ভণ্ডুল করে দিয়ে আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছি। কাতার দেখিয়ে দিয়েছে কূটনৈতিক ও অর্থনৈতিক কৌশলের মাধ্যমে ছোট রাষ্ট্রও বৃহৎ প্রতিবেশীদের আগ্রাসন মোকাবেলা করতে পারে। 

মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের অবসান ঘটাতে হবে। এ জন্য সব দেশ বিশেষকরে ধনী ও শক্তিধর দেশগুলোর দায়িত্ব রয়েছে। এ ক্ষেত্রে সহযোগিতার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিও আহ্বান জানান কাতারের আমির।

তিনি আরো বলেন, তাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও কাতার নতুন আন্তর্জাতিক বাণিজ্য রুট চালু ও অর্থনৈতিক বৈচিত্রতা তরান্বিত করেছে।

সৌদি আরব, মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত সন্ত্রাসবাদের প্রতি সমর্থনসহ নানা অভিযোগে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি’র গুরুত্বপূর্ণ সদস্য কাতারের ওপর অবরোধ আরোপ করেছে। তবে কাতার বলেছে, মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদের মূল কারণ হচ্ছে সৌদি আরব।

গোনিউজ২৪/এমএফ

আন্তর্জাতিক বিভাগের আরো খবর