সিরিয়ায় হামলার হুমকি ফ্রান্সের


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০১৮, ০৮:১০ পিএম
সিরিয়ায় হামলার হুমকি ফ্রান্সের

সাধারণ মানুষের উপর বিষাক্ত রাসায়নিক অস্ত্র প্রয়োগ করার প্রমাণ পেলে দেশটিতে আঘাত হানার হুঁশিয়ারি ফরাসি প্রেসিডেন্টের৷ সিরিয়ায় জনগণের উপর ক্লোরিন গ্যাস ব্যবহারের অভিযোগ করছে উদ্ধারকর্মী এবং ত্রাণ সংস্থাগুলো৷

এমানুয়েল মাঁক্রো মঙ্গলবার বলেন, ফ্রান্স এ ধরনের কোনো তথ্য-প্রমাণ পেলে কঠোর পদক্ষেপ নেয়া হবে৷ তবে তার আগে এর উপযুক্ত প্রমাণ হাতে চান তিনি৷ গত বছরের মে মাসে মাক্রোঁ বলেছিলেন, ‘‘রাসায়নিক অস্ত্রের ব্যবহার একটি ভয়াবহ ব্যাপার, এটা হলে বলতে হবে, সিরিয়া তার সীমা লঙ্ঘন করেছে৷ তাই আমাদের হাতে যদি এমন কোনো প্রমাণ আসে যে, সিরীয় সরকার বেসামরিক নাগরিকদের উপর রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছে, তাহলে আমরা যে স্থানে এগুলো তৈরি হয়, সেখানে হামলা চালাবো৷''

আহত এক শিশু। ছবি: অনলাইন

সিরিয়ার সিভিল ডিফেন্স-এর ভাইস প্রেসিডেন্ট মঙ্গলবার এর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘‘ফ্রান্সের বার বার হুশিঁয়ার না করে বরং এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া উচিত, কেননা, সিরিয়া সরকার বহু আগেই তাদের সীমা লঙ্ঘন করেছে৷''

শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে ফোনালাপে মাঁক্রো বিষয়টি গভীর উদ্বেগ প্রকাশ করেন৷ গত সপ্তাহে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘‘এখন পর্যন্ত যেসব তথ্য আমাদের কাছে এসেছে তা এমন ইঙ্গিতই দেয় যে, সিরিয়ায় সাধারণ মানুষের উপর ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয়েছে৷''

জাতিসংঘের একটি তদন্ত দল এবং রাসায়নিক অস্ত্রনিরোধকরণ সংস্থা যৌথভাবে বিষয়টি তদন্ত করে দেখেছে৷ তারা প্রমাণ পেয়েছে ২০১৪ এবং ২০১৫ সালে সিরিয়া সরকার সাধারণ মানুষের উপর ক্লোরিন গ্যাস প্রয়োগ করেছে৷ এছাড়া তারা দাবি করেছে, ২০১৭ সালের ৪ঠা এপ্রিল বিষাক্ত সারিন গ্যাসও ব্যবহার করেছে  সিরিয়া সরকার, যাতে শতাধিক মানুষ নিহতএবং দুই শতাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে৷

২০১৮ সালের ১৩ই জানুয়ারি দৌমা এবং হারাস্তাতে ক্লোরিন গ্যাস প্রয়োগ করার অভিযোগ উঠেছে৷ এর ফলে বেশ কিছু মানুষ শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে দাবি করেছে মানবাধিকার সংগঠনগুলো৷ এছাড়া ২২ জানুয়ারি এবং ৫ ফেব্রুয়ারি ক্লোরিন গ্যাস প্রয়োগের অভিযোগ উঠেছে আসাদ সরকারের বিরুদ্ধে৷

গোনিউচ২৪/এমএফ

আন্তর্জাতিক বিভাগের আরো খবর