খ্রিস্টান ধর্মকে অবমাননা : আদালতের অভূতপূর্ব রায়


নিউজ ডেস্ক: প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০১৮, ০৯:১৮ এএম
খ্রিস্টান ধর্মকে অবমাননা : আদালতের অভূতপূর্ব রায়

ঢাকা : খ্রিস্টান ধর্মকে অবমাননা করায় লেবাননেন একটি আদালত এক অভূতপূর্ব রায় ঘোষণা করেছে। রায়ে শাস্তি হিসেবে কুরআন মুখস্তের নির্দেশ দিয়েছে আদালত। খবরঃ আল-আরাবিয়া
 
লেবাননের এক বিচারক গত সপ্তাহে এ রায় দেন। বিচারকের নাম জোসেলিন মাত্তা। দেশটির প্রধানমন্ত্রী সাদ হারিরি এক টুইট বার্তায় বিচারকের এই রায়কে স্বাগত জানিয়েছেন।

তিনি বলেন, এই রায় মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে আন্তরিকতার শিক্ষা দিবে।

রায়ে মুসলমান যুবককে মরিয়ম আ. ও ঈসা আ. কে প্রশংসা করে সুরা আল-ইমরানে যে আয়াতগুলো রয়েছে সেগুলো মুখস্থ করার আদেশ দেন জোসেলিন।

রায়ের পর্যবেক্ষণে বিচারক মাত্তা বলেন, ইসলামে সহনশীলতা ও মরিয়ম আ. এর প্রতি ভালোবাসার শিক্ষা দেওয়া হয়েছে।

বিচারক রায়ে মনে করিয়ে দেন, আইন হলো একটি শিক্ষাকেন্দ্র, এটি শুধুমাত্র করাগারে বন্দি করাকেই বোঝায় না। এর মাধ্যমে মানুষকে উত্তমটা শেখানো হবে।

 

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর