আরব আমিরাতের রাজধানীতে প্রথম মন্দির


প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০১৮, ০১:১৭ পিএম
আরব আমিরাতের রাজধানীতে প্রথম মন্দির

আবুধাবিতে প্রথমবারের মতো তৈরি হচ্ছে হিন্দু মন্দির। সংযুক্ত আরব আমিরাত সরকার প্রথমবারের মতো রাজধানীতে হিন্দু মন্দির নির্মাণের অনুমতি দিয়েছে। এ মন্দির নির্মাণের জন্য জমিও বরাদ্দ দিয়েছে আরব আমিরাত কর্তৃপক্ষ।


দেশটির সরকারের এ সিদ্ধান্তের দারুণ প্রশংসা করেছেন দুই দিনের সফরে আবুধাবিতে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্দির নির্মাণের অনুমতিকে ‘একটি মহৎ পদক্ষেপ’ বলে আখ্যায়িত করেছেন তিনি।

এর জন্য টুইট বার্তায় আরব আমিরাত সরকারকে ধন্যবাদ জানান মোদি। আল জাজিরা জানায়, দুবাইয়ে দুইটি হিন্দু মন্দির ও শিখদের একটি গুরুদুয়ারা রয়েছে। 

ওই মন্দিরটিই হবে আমিরাতের সবচেয়ে বড় মন্দির। হাইওয়ে সড়কের পাশে প্রায় ২০,০০০ স্কোয়ার জমিতে এই মন্দিরটি করা হবে। যা করতে ৯ মাসের মতো সময় লাগবে। 

গোনিউজ২৪/এমএফ

আন্তর্জাতিক বিভাগের আরো খবর