মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন, আটকে পড়েছেন ১৫০


প্রকাশিত: এপ্রিল ১২, ২০১৬, ১১:৪৬ এএম
মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন, আটকে পড়েছেন ১৫০

ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ের একটি পাঁচতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুম্বাইয়ের কাছে থানে ডিওয়ান্ডির ওই ভবনে ১শ ৫০ জন আটকে রয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে। আগুন নেভাতে দমকলের ৩০ টি গাড়ি কাজ করছে। তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় ভবনটিতে আগুন লাগে। প্রথমে ভবনটির নিচ তলায় আগুন লাগে পরে তা অন্যান্য ফ্লোরেও ছড়িয়ে পড়ে। ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে ভবনটিতে বৈদ্যুতিক তাঁত ইউনিট রয়েছে।

ভারতীয় টিভি চ্যানেলগুলো জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় ভবনের চতুর্থ তলায় প্রায় দেড় শ লোক ছিল। যাদের বেশীর ভাগকে ভবনের ছাদে দাঁড়িয়ে সাহায্যের জন্য চিৎকার করতে দেখা গেছে। থানের ওই এলাকাটি মূলত গার্মেন্ট হাব। আগুন লাগা ওই ভবনে বিপুল পরিমান গার্মেন্টস পন্য মজুদ ছিল বলেও জানা গেছে। তবে ঠিক কিভাবে ওই ভবনে আগুন লেগেছে তা এখনও জানা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গেছেন। তারা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আটকে পরা লোকদের মই দিয়ে নিরাপদে নিচে নেমে আনার চেষ্টা চালাচ্ছেন তারা।

গো-নিউজ২৪/বিএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর