সৌদিতে ভিসা চালু, যেভাবে করতে হবে আবেদন


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০১৮, ১০:০৫ এএম
সৌদিতে ভিসা চালু, যেভাবে করতে হবে আবেদন

ব্যবসায়ীদের সুযোগ করে দিতে নতুন কৌশল নিয়েছে সৌদি আরব। তারই অংশ হিসেবে ভ্রমণ ভিসা চালু করেছে দেশটি। আগামী সপ্তাহ থেকেই শুরু ভ্রমণ ভিসা। 

শুধুমাত্র যুক্তরাষ্ট্র, জাপান, তাইওয়ান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্রুনাই, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও চীনের শেনজেন এলাকার মানুষ এ ভিসা পাবে। তবে এ ভিসা বাংলাদেশের জন্য উন্মুক্ত থাকবে না।

রোববার সৌদি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে ডেইলি সাবাহা। ভ্রমণ ভিসার জন্য সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ও ট্যুরিজম অথরিটি ইতিমধ্যে একটি বিধিমালা প্রণয়ন করেছে।

সৌদি আরবে ভ্রমণ ভিসা পেতে হলে নিজ দেশে সৌদি আরবের দূতাবাসে আবেদন করতে হবে। ৩০ বছরের কম বয়সী নারীদের পরিবারের সদস্য ছাড়া ভিসা দেয়া হবে না। এছাড়া ভ্রমণ ভিসাপ্রাপ্তরা মদিনা এবং মক্কায় প্রবেশ করতে পারবে না।

গো নিউজ২৪/এবি

আন্তর্জাতিক বিভাগের আরো খবর