ডিভি লটারির দিন শেষ


নিউজ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০১৮, ০৩:২০ পিএম
ডিভি লটারির দিন শেষ

ঢাকা : ডিভি লটারির মাধ্যমে স্বপ্নের দেশ আমেরিকায় যাওয়ার দিন শেষ হয়ে আসছে। বাছবিচারহীন ‘ডিভি লটারি’র মাধ্যমে কেউ আর যুক্তরাষ্টে অভিবাসী হয়ে আসতে পারবে না বলে জানিয়েছেন খোদ দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং এখন থেকে কেবল বাছাই করা মেধাবীদেরই যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে নিতে আগ্রহী তিনি।

রোববার প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া এক টুইটে এ বিষয়টি স্পষ্ট হয়েছে। সেখানে তিনি ‘সবার আগে আমেরিকা’(America First) নীতির প্রসঙ্গ টেনে বলেন, যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে কেবল সেইসব লোকদেরই চান যারা আমেরিকাকে আবারও শক্তিশালী ও মহান করে তুলতে সহায়ক হবে।

‘মেধাভিত্তিক অভিবাসন ব্যবস্থা’ হলে যুক্তরাষ্ট্রে কেবল সেইসব লোকেরাই প্রবেশ করতে পারবে, যারা মেধাবী এবং যাদের ‘চমৎকার অতীত রেকর্ড’ রয়েছে।

এছাড়া তিনি বলেন, তার কাছে সবার আগে মুখ্য বিষয় হচ্ছে আমেরিকানদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদকের ব্যাপক প্রবেশে ইতি টানা।

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর