নিউ ইয়র্কে বিস্ফোরণ: ‘হামলাকারী’ বাংলাদেশি


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০১৭, ০৯:৫১ পিএম
নিউ ইয়র্কে বিস্ফোরণ: ‘হামলাকারী’ বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটানে একটি বাস টার্মিনালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  এ ঘটনায় আটক আকায়েদ উল্লাহ ছাড়া আরও চারজন আহত হয়েছেন।  পুলিশের দাবি আটক ওই ব্যক্তি বাংলাদেশি।

সোমবার সকালে টাইম স্কয়ারের কাছে পোর্ট অথরিটি বাস টার্মিনালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।  পোর্ট অথোরিটি বাস টার্মিনালটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় টার্মিনাল।

নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেমস ও নীল সাংবাদিকদের জানান, ২৭ বছর বয়সী ওই যুবকের নাম আকায়েদ উল্লাহ।

পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃত করে নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, ওই যুবক ব্রুকলিনে থাকেন এবং তিনি বাংলাদেশ থেকে সাত বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন।

পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম বলেছে, বাস টার্মিনালে মাটির নিচের চলাচলের পথে খুব সম্ভবত পাইপ বোমা বিস্ফোরিত হয়েছে।

এছাড়া কয়েকটি খবরে বলা হয়েছে, আটক ওই ব্যক্তি একটি ডিভাইস নিয়ে স্টেশনটিতে গিয়েছিল এবং সেটি আগেভাগেই বিস্ফোরিত হয়েছে।

বিস্ফোরণের পরপরই ওই এলাকায় কয়েকটি সাবওয়ে স্টেশন খালি করে ফেলা হয়।

হামলাকারী আইএস দ্বারা অনুপ্রাণিত বলে মনে করছেন নিউ ইয়র্ক পুলিশের সাবেক কমিশনার বিল ব্রাটন।

তিনি এনবিসি নিউজকে বলেন, ‘গত সাত বছর ধরে সে যুক্তরাষ্ট্রে বসবাস করছে এবং খুব সম্ভবত আইএসআইএসের নামে এ বিস্ফোরণে ঘটিয়েছে। তাই, অবশ্যই এটা সন্ত্রাসী হামলা এবং অবশ্যই পরিকল্পিত।’

গোনিউজ/এমবি

আন্তর্জাতিক বিভাগের আরো খবর