কংগ্রেসের নতুন সভাপতি রাহুল গান্ধী


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০১৭, ০৭:৪০ পিএম
কংগ্রেসের নতুন সভাপতি রাহুল গান্ধী

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন রাহুল গান্ধী। সর্বসম্মতিক্রমে কংগ্রেস সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তিনি।  এরআগে দলটির সভানেত্রী ছিলেন সোনিয়া গান্ধী। দীর্ঘ ১৯ বছর পর নতুন সভাপতি হলেন রাহুল গান্ধী।

আগামী ১৬ ডিসেম্বর সোনিয়া গান্ধী এই দায়িত্বভার তুলে দেবেন তার ছেলে রাহুল গান্ধীকে। ২০১৯ সালে ভারতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে নতুন নেতৃত্বের অধীনে লড়বে ভারতের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দলটি।

সোমবার বিকেল ৩টা পর্যন্ত কংগ্রেসের দলীয় সভাপতি পদে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ছিল। রাহুল গান্ধী ছাড়া অন্য কেউই ওই পদের জন্য মনোনয়নপত্র জমা দেননি।  তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের প্রধান নির্বাচিত হয়েছেন তিনি।

কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষের (সিইএ) চেয়ারম্যান মুলাপল্লী রামচন্দ্রন নতুন সভাপতির নাম ঘোষণা করেন।

প্রসঙ্গত, ১৯৯৮ সাল থেকে দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সোনিয়া। টানা ১৯ বছর ধরে সোনিয়া গান্ধী দলটির সভাপতির দায়িত্বে ছিলেন।  আজ রাহুল গান্ধী সভাপতি নির্বাচিত হয়েছেন।  রাহুল-সোনিয়া ছাড়া এর আগে গান্ধী-নেহরু পরিবারের ৪ সদস্য এই পদে থেকেছেন। তারা হলেন- মতিলাল নেহরু, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধী। এই ধারা বজায় রেখেই রাহুল গান্ধী হলেন গান্ধী পরিবারের ষষ্ঠ সভাপতি।

গোনিউজ/এমবি
 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর