রোহিঙ্গা ফেরাতে বাংলাদেশ-মিয়ানমার চুক্তি সই


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৩, ২০১৭, ০২:৫৬ পিএম
রোহিঙ্গা ফেরাতে বাংলাদেশ-মিয়ানমার চুক্তি সই

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে শেষ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে মিয়ানমার। বৃহস্পতিবার মিয়ানমারের রাজধানী নেইপিদোতে সু চি’র কার্যালয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও অং সান সুচি এ চুক্তিতে স্বাক্ষর করেন। খবর ইউএনবির।

এদিকে বহুল প্রতীক্ষিত এ চুক্তি সই হলেও এতে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার সময়সীমা উল্লেখ করা হয়নি। তবে আশা করা হচ্ছে আগামী দুই মাসের মধ্যেই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পন্ন হবে। 

এর আগে বুধবার রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কিয়াও টিন্ট সুয়ের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

এক জ্যেষ্ঠ কূটনীতিক চুক্তির বিষয়ে জানিয়েছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সময়সীমার ব্যাপারে বাংলাদেশের সব প্রত্যাশা পূরণ করেনি মিয়ানমার। তারা শুধু প্রত্যাবাসন শুরুর বিষয়ে রাজি হয়েছে। তবে কবে নাগাদ শেষ হবে সে বিষয়টি নির্দিষ্ট করা হয়নি।

তিনি বলেছেন, ‘আমরা অনেক বিষয়ে ঐক্যমতে পৌঁছেছি। যদি আমাদের প্রত্যাশা সম্পূর্ণভাবে পূরণ হয়নি।’

উল্লেখ্য, গত আগস্টে রাখাইন রাজ্যে বিদ্রোহীবিরোধী অভিযান শুরুর জেরে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটি থেকে ছয় লাখের বেশি রোহিঙ্গা বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। পুরনো রোহিঙ্গাসহ বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের সংখ্যা বর্তমানে প্রায় ১০ লাখ।

গোনিউজ/এমবি

 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর