পরিবারসহ গৃহবন্দি প্রেসিডেন্ট মুগাবে


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৫, ২০১৭, ০৯:০৮ পিএম
পরিবারসহ গৃহবন্দি প্রেসিডেন্ট মুগাবে

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে তার পরিবারসহ গৃহবন্দি করে রেখেছে দেশটির সেনাবহিনী। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার উদ্ধৃতি দিয়ে বিবিসি এই খবর জানিয়েছে। 

প্রেসিডেন্ট জ্যাকব জুমার দপ্তর থেকে জানানো হয়ে, জিম্বাবুয়ের রাজধানী হারেরেতে মুগাবেকে গৃহবন্দি করা হয়েছে। মুগাবে নিজেই টেলিফোন করে জ্যাকব জুমাকে এই তথ্য জানিয়েছেন।  তিনি সুস্থ আছেন বলেও জ্যাকব জুমাকে জানান।

এর  আগে প্রেসিডেন্ট রবার্ট মুগাবের চারপাশে থাকা ‘অপরাধী’দের পাকড়াও করতে রাষ্ট্রক্ষমতার নিয়ন্ত্রণ নেয় জিম্বাবুয়ের সেনাবাহিনী। জিম্বাবুয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বার্তায় সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে জিম্বাবুয়ের রাজধানী হারারের চারপাশে অবস্থান নিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন জিম্বাবুয়ে ব্রডকাস্টিং করপোরেশন (জেডবিসি) দখলে নেন সেনাসদস্যরা। প্রেসিডেন্ট রবার্ট মুগাবের নেতৃত্বাধীন  জেডএএনইউ-পিএফ সেনাপ্রধানের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনার পর এই ঘটনা ঘটে।

গো নিউজ২৪/এবি

আন্তর্জাতিক বিভাগের আরো খবর