‘দোজখে বুশের জন্য বিশেষ জায়গা অপেক্ষা করছে’


আন্তর্জাতিক ডেস্ক: প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৭, ০৩:১১ পিএম
‘দোজখে বুশের জন্য বিশেষ জায়গা অপেক্ষা করছে’

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের জন্য দোজখের বিশেষ জায়গা অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন আমেরিকার শিকাগো অঙ্গরাজ্যের খ্যাতিমান সাংবাদিক, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক স্টিফেন লেন্ডম্যান। বুশকে যুদ্ধাপরাধী এবং অন্ধ গোঁড়া বলেও অভিহিত করেন তিনি।

শুক্রবার ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। লেন্ডম্যান বলেন, “বুশ হচ্ছেন সাজা না পাওয়া যুদ্ধাপরাধী, ঈশ্বর জানেন, তার এখন কারাগারে থাকার কথা; সেই ব্যক্তি নিজের নাম উল্লেখ না করে ট্রাম্পের সমালোচনা করছেন অথচ নিজে একজন গোঁড়া, বর্ণবাদী এবং আরো অনেক কিছু। দুই দফার শাসনামলের বুশ নিজের ঘৃণ্য রেকর্ডগুলো উপেক্ষা করছেন।”

দুই নির্বাচনেই বুশ হেরেছেন দাবি করে মার্কিন এ লেখক বলেন, কারচুপির মাধ্যমে বুশ ক্ষমতায় এসেছেন। তিনি এর পূর্ণ সুবিধা নিয়েছেন। তিনিই আফগানিস্তান ও ইরাকে নগ্ন আগ্রাসন চালিয়েছেন এবং আমেরিকায় মুসলমানদেরকে নিপীড়নের মুখে ফেলেছেন।

লেন্ডম্যান আরো বলেন, “যদি কোনো ধর্মীয় গোঁড়া ও বর্ণবাদী ব্যক্তি নিয়ে কথা বলতে হয় তাহলে বুশও তার সহযোগী ডিক চেনির চেয়ে আর কেউ বেশি গোঁড়া ও বর্ণবাদী আছে কিনা তা আমার জানা নেই। ট্রাম্পের সমালোচনা করার যথেষ্ট কারণ রয়েছে তবে ট্রাম্প বুশের চেয়ে গোঁড়া ও বর্ণবাদী নন।”

গো নিউজ২৪/এসআর

আন্তর্জাতিক বিভাগের আরো খবর