সিরিয়াতে রুশ হামলায় শিশুসহ চার শতাধিক নিহত


প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৫, ০৮:২৪ পিএম
সিরিয়াতে রুশ হামলায় শিশুসহ চার শতাধিক নিহত

সিরিয়াতে গত সেপ্টেম্বর মাস থেকে চলে আসা রুশ বিমান হামলায় ৯৭ জন শিশুসহ চার শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংগঠন সিরিয়ান অবসারভেটোরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলেছেন, গত সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত রুশ বিমান হামলায় মৃতের সংখ্যা ৪০৩ জন, এর মধ্যে ৯৭ জন শিশু।

অন্যদিকে সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ সংগঠন দ্যা সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস (এসএনএইচআর) জানিয়েছেন, এই হামলায় ১২৬ জন শিশুসহ কমপক্ষে ৫২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এসওএইচআর বলেছে,  গত অক্টোবর থেকে সিরিয়ার খামার, গ্রাম এবং শহর লক্ষ্য করে প্রায় ৪২ হাজার ২৩৪ টি বিমান হামলা করা হয়েছে এবং সেগুলোর নিরীক্ষণ তারা করেছেন। তাতে প্রায় ২২ হাজার ৩৭০ ব্যারেল বোমা নিক্ষেপ করা হয়েছে দেশটিতে এবং ১ হাজার ৪৩৬ জন শিশুসহ সবমিলিয়ে ৬ হাজার ৮৮৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আরো প্রায় ৩৫ হাজার মানুষ আহত হয়েছেন।

যদিও জাতিসংঘের তথ্য মতে, সিরিয়ার সংঘর্ষে এযাবৎ কমপক্ষে ২ লাখ ৫০ হাজার মানুষ নিহত হয়েছেন এবং সিরিয়ার অর্ধেক জনগণ দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

জা/আ

আন্তর্জাতিক বিভাগের আরো খবর