পানিতে ৫০ কি. মি. বেগে চলা যান আবিষ্কার চীনের


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৫, ২০১৭, ০১:৩৮ পিএম
পানিতে ৫০ কি. মি. বেগে চলা যান আবিষ্কার চীনের

পানিতে প্রতি ঘন্টায় ৫০কিলোমিটার বেগে এগোতে সক্ষম এমন সামরিক যান তৈরি করেছে বলে দাবি করছে চীন। দেশটির দাবি, এটি বিশ্বের দ্রুততম বহুমুখী সামরিক যান।

হাইড্রোলিক ড্র্যাগটি ছোট করার জন্য গাড়িটি একটি ভি-আকৃতির হুল ব্যবহার করবে৷ পানির মধ্যে কমপ্যাক্ট পাম্প জেট দ্বারা এটি পরিচালিত হবে৷ ৫.৫ মেট্রিক টন ওজনের এই যানটি জলে প্রতি ঘন্টা ৫০ কিলোমিটার গতিতে এগিয়ে যেতে পারে বলে একটি পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে৷ তবে সড়কপথে এর গতিবেগ সম্পর্কে এখনও কোনও তথ্য প্রকাশ পায়নি৷ মূলত সামরিক ক্ষেত্রেই এটি ব্যবহৃত হবে৷

উল্লেখ্য, আমেরিকার এই ধরনের একটি যান, AAV7-এর জলে গতিবেগ ঘন্টায় ১৩.২ কিলোমিটার৷ অন্যদিকে, ইতালির Iveco Super-AV, আট চাকার যানের গতিবেগ জলে, ঘন্টায় ১০কিলোমিটার৷ তবে আমেরিকা এবং জাপান নয়া প্রজন্মের সামরিক যান তৈরির পথে, যার গতিবেগ হবে গন্ঠায় ৪০ কিলোমিটার৷

গো নিউজ২৪/এসআর

আন্তর্জাতিক বিভাগের আরো খবর