‌জঙ্গিদের কাছ থেকে মুক্তি পেয়ে ভয়াবহ তথ্য জানালেন মার্কিন নাগরিক


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৪, ২০১৭, ০৫:৩৩ পিএম
‌জঙ্গিদের কাছ থেকে মুক্তি পেয়ে ভয়াবহ তথ্য জানালেন মার্কিন নাগরিক

পাঁচ বছর অবর্ণনীয় অত্যাচারের শিকার হয়ে অবশেষে মুক্তি পেল মার্কিন-কানাডিয়ান নাগরিক জোসুয়া বয়েল এবং তাঁর পরিবার। মুক্তি পেয়ে নিজেই দূঃসহ সেই অমাণবিক নির্যাতনের কথা জানালেন।

আমেরিকায় ফেরার পরে সাংবাদিকদের বয়েল জানান, ‘‌আমার শিশুকন্যাকে হত্যা করেছে জঙ্গিরা। আমার স্ত্রীকে ওরা ধর্ষণ করেছে দিনের পর দিন। সেগুলো নিজের চোখে দেখতে হয়েছে আমাকে। মাঝেমাঝে মনে হতো এর চেয়ে বোধহয় মরে যাওয়াই ভাল। ’‌ 

বয়েল ছাড়াও তার সঙ্গিনী ক্যাটলিন কোলম্যান তাদের তিন সন্তানকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন আফগানিস্তানে। সেই সময় গর্ভবতী ছিলেন ক্যাটলিন। কাবুল থেকে তাদের অপহরণ করা হয়। জঙ্গি ডেরাতেই সন্তানের জন্ম দেন ক্যাটলিন। জন্মের পর সেই সন্তানকে হত্যা করেছে জঙ্গিরা। 

বয়েল বলেছেন, ‘‌আমাকে প্রতিদিন শারীরিক নির্যাতন করা হতো। যখন তখন ধর্ষণ করা হতো আমার স্ত্রীকে। আমরা সন্তানের মুখের দিকে তাকিয়ে সব সহ্য করতাম। ভাবতাম, ওরা আমাদের হত্যা কেন করছে না। অজস্রবার জঙ্গিরা ডেরা পাল্টেছে। আমাদেরও ওদের সঙ্গে নিয়ে যেত। ’‌ 
 
আটকের পাঁচ বছর পর মার্কিন গোয়েন্দাদের দেওয়া খবর এবং পাকিস্তান সেনাদের তৎপরতায় তালেবানের হাত থেকে মুক্তি পান জোসুয়া বয়েল এবং তাঁর পরিবার। 

গো নিউজ২৪/এবি

আন্তর্জাতিক বিভাগের আরো খবর