মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চলছে: ফ্রান্স প্রেসিডেন্ট


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৭, ০৯:৪৪ এএম
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চলছে: ফ্রান্স প্রেসিডেন্ট

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁ বলেছেন, ‘মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর গণহত্যা চলছে। এই গণহত্যা ও জাতিগত নিধনের নিন্দা জানাই।’

বুধবার ফ্রান্সের টেলিভিশন চ্যানেল টিএমসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এই খবর জানিয়েছে।

গত ২৫ মিয়ানমারের সেনাবাহিনীসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে। প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিতে থাকে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলামান সহিংসতায় ৪ লাখ ২০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে এবং বিভিন্ন শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিয়েছে।

গো নিউজ ২৪/ এস কে 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর