মেক্সিকোয় ফের ভূমিকম্প, মৃতের সংখ্যা ১৩৯


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০১৭, ০৯:২৯ এএম
মেক্সিকোয় ফের ভূমিকম্প, মৃতের সংখ্যা ১৩৯

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে ৭ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্পে কমপক্ষে ১৩৯ জনের মৃত্যু হয়েছে।  এ ঘটনায় প্রায় ২০টিরও বেশি ভবন ধসে পড়েছে।  ধসে পড়া ভবনের নিচে এখনও আটকে আছে অনেক মানুষ। 

মঙ্গলবার মেক্সিকোর স্থানীয় সময় দুপুর ১টার দিকে ৭.১ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। 

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী মেক্সিকো সিটি থেকে ১২০ কিলোমিটার দূরের পুয়েবলা রাজ্যে।  প্রায় ৫১ কিলোমিটার জুড়ে এই কম্পন অনুভূত হয়।  এ সময় আতঙ্কে মানুষজন রাস্তায় বের হতে থাকে।

দেশটির প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েটো জানিয়েছেন, রাজধানীতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি ভবনে আগুন ধরে গেছে। তার ভেতরেই অনেকে আটকে পড়েছেন।

প্রসঙ্গত, মেক্সিকো একটি ভূমিকম্পপ্রবণ দেশ। চলতি মাসের প্রথম দিকে দেশটির দক্ষিণাঞ্চলে ৮ দশমিক ১ তীব্রতার এক ভূমিকম্পে মারা যায় ৯০ জন। সেই শোক কটিয়ে উঠতে না উঠতেই ফের ভূমিকম্প কেড়ে নিল ১৩৯ জনের প্রাণ।

সূত্র: সিএনএন

গোনিউজ২৪/এমবি

আন্তর্জাতিক বিভাগের আরো খবর