পাঁচ পা-ওয়ালা গরু! (ভিডিও)


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৪, ২০১৭, ১১:০৩ এএম
পাঁচ পা-ওয়ালা গরু! (ভিডিও)

‘হাতির পাঁচ পা দেখা’র প্রবাদ শোনার অভিজ্ঞতা আমাদের অনেকেরই আছে। বাস্তবে অবশ্য কেউ কখনো হাতির পাঁচ পা দেখেছে কি না, জানা নেই। তবে হাতির না হলেও এবার অন্তত গরুর পাঁচ পা দেখা গেলো।

ভারতের একটি গ্রামে জন্ম নিয়েছে এমনই একটি বাছুর। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, দেশটির আসাম রাজ্যের হাসান আলি নামে এক কৃষকের একটি খামারে ১০ দিন আগে ওই বাছুরটি জন্ম নেয়। এর পাঁচ পা দেখে হতবাক স্থানীয়রা।

দক্ষিণ সালমারা গ্রামের মানুষের এই প্রথম এ ধরনের কিছু দেখার অভিজ্ঞতা হলো। অদ্ভুত এই প্রাণিটি দেখতে দূর দূরান্তের গ্রাম থেকে ছুটে আসছে অনেকে মানুষ। একে সৌভাগ্যের প্রতীক বলে মনে করছেন অনেকে।

আলি বলেন, ‘আমরা বাছুরটির পেছন দিকে ঝুলে থাকা পাঁচ নম্বর পা’টি দেখে আসলেই হতবাক। আমি ছোটবেলা থেকেই গরু এবং মহিষ পালন করে আসছি। কিন্তু কখনো এ ধরনের বিরল ঘটনা দেখিনি।’

আলি জানান, তিনি প্রথমে আশঙ্কা করেছিলেন যে বাছুরটি হয়তো মারা যাবে। কিন্তু এটি এখন ভালোই খাওয়া দাওয়া করছে। পুরোপুরি সুস্থ আছে।

ধারণা করা হচ্ছে, মায়ের পেটে জমজ অবস্থায় ছিল দুটি বাছুরের ভ্রুণ। পরে দুটি জোড়া লেগে যায় এবং এই বাছুরটির একটি অতিরিক্ত পা দেহের সঙ্গে লেগে যায়। চলতি বছরের শুরুর দিকে চীনের গুইঝু প্রদেশেও পাঁচ পা নিয়ে একটি বাছুর জন্ম নিয়েছিল।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর