কেন নীল রঙ ধারণ করছে কুকুরগুলো?


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ২২, ২০১৭, ০৭:১২ পিএম
কেন নীল রঙ ধারণ করছে কুকুরগুলো?

বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন রঙের কুকুর দেখে অভ্যাস থাকলেও নীল রঙের কুকুর দেখার অভিজ্ঞতা সম্ভবত কারোই নেই। কুকুরের রঙ আবার নীল হয় কেমন করে? হ্যাঁ, হয়। এমন অভিজ্ঞতাই করছে ভারতের মুম্বাই শহরের মানুষ। সেখানকার বেশ কয়েকটি কুকুরের রঙ হঠাৎ করেই নীলবর্ণ ধারণ করেছে।

ব্যাপারটা শুনতে হাস্যকর মনে হলেও এর পেছনে আছে একটি আশঙ্কার কথা। স্থানীয় কারখানাগুলো থেকে ক্রমাগত বর্জ্য অপসারণের ফলেই হয়েছে এমনটা। ইতোমধ্যে বিষাক্ত বর্জ্য নদীতে ফেলার দায়ে একটি কারখানা বন্ধ করে দিয়েছে শহর কর্তৃপক্ষ। ওই বর্জ্যের প্রভাবেই মুম্বাইয়ের ১১টি কুকুরের রঙ নীলবর্ণ হয়ে গেছে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, প্রথম ১১ আগস্ট ধরা পড়ে ঘটনাটি। এ নিয়ে মহারাষ্ট্র দূষণ নিয়ন্ত্রণ বোর্ডে অভিযোগ করেন স্থানীয়রা। তারা জানান, ওই কারখানা কাসাদি নদীতে বর্জ্য ফেলে এবং সেখানে কুকুরগুলো সাঁতার কাটে। ফলে সেগুলোর রঙ নীলবর্ণ ধারণ করেছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, নীল রঙের কুকুরগুলো মুম্বাইয়ের এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। এ বিষয়ে নব মুম্বাই অ্যানিমেল প্রোটেকশ সেলের প্রধান আরতি চৌহান বলেন, ‘এটা খুবই অবাক করা বিষয় যে সম্পূর্ণ সাদা রঙের কুকুরগুলো কেমন করে নীলবর্ণ ধারণ করলো। আমরা এ পর্যন্ত এ ধরনের পাঁচটি কুকুর শানাক্ত করেছি এবং দূষণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দূষণ নিয়ন্ত্রণ বোর্ডকে জানিয়েছি।’

চৌহান তার ফেসবুকেও কয়েকটি নীল রঙের কুকুরের ছবি পোস্ট করেছেন। লিখেছেন, ‘তালোজা শিল্প এলাকার দূষণকারীরা শুধু নদী দূষণই করছে না; এর কারণে মানুষসহ পশুপাখি ও সরিসৃপের দেহেরও ক্ষতি হচ্ছে।’

ইতোমধ্যে তদন্ত করে বুধবার একটি কারাখানা বন্ধ করে দিয়েছে বোর্ড। একটি পশু অধিকার বিষয়ক সংস্থা কুকুরগুলোর একটিকে ধরতে পেরেছে। তারা এর পুরনো রঙ ফিরিয়ে আনার ব্যবস্থা করছে।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর