সংঘর্ষে মার্কিন যুদ্ধজাহাজ থেকে ১০ নাবিক নিখোঁজ


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ২১, ২০১৭, ১০:২৪ এএম
সংঘর্ষে মার্কিন যুদ্ধজাহাজ থেকে ১০ নাবিক নিখোঁজ

তেলবাহী একটি ট্যাংকারের সঙ্গে এক মার্কিন যুদ্ধজাহাজের সংঘর্ষে কমপক্ষে ১০ নাবিক নিখোঁজ রয়েছে। সোমবার সিঙ্গাপুরের পূর্বাঞ্চলীয় জলসীমা ও মালাক্কা প্রণালীর মধ্যবর্তী একটি জায়গায় ওই ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সংঘর্ষে তাদের আরো পাঁচ নাবিক আহত হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আলনিক এমসি নামের একটি তেলবাহী ট্যাংকারের সঙ্গে মার্কিন রণতরী ইউএসএস জন এস ম্যাককেইনের ওই সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে। এতে রণতরীটির বাম দিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌকহরের পক্ষ থেকে জানানো হয়েছে।

উদ্ধার অভিযানে বর্তমানে সহায়তা দিয়ে যাচ্ছে সিঙ্গাপুর নেভি। সেখানে পাঠানো হয়েছে হেলিকপ্টার। রুটিন কাজের অংশ হিসেবে জাপানে অবস্থানরত সপ্তম মার্কিন নৌবহরের ওই জাহাজটি সিঙ্গাপুর বন্দরের দিকে যাচ্ছিল। ১৯৯৪ সালে ইউএসএস জন এস ম্যাককেইন কমিশন্ড করা হয়। এতে আছে ২৩ জন অফিসার, ২৪ জন চিফ পেটি অফিসার এবং ২৯১ জন নাবিক।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর