বার্সেলোনা হামলার দায় নিলো আইএস


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৭, ০৯:০২ এএম
বার্সেলোনা হামলার দায় নিলো আইএস

স্পেনের ব্যস্ততম পর্যটনস্থান বার্সেলোনায় ভ্যান উঠিয়ে দিয়ে ১৩ জনকে হত্যার দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠি ইসলামিক স্টেট (আইএস)। সংগঠনটির পরিচালিত বার্তাসংস্থা ‘আমাক’ এই তথ্য জানিয়েছে।

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বার্সেলোনা নগরীর লাস রাম্বলাস এলাকায় পথচারীদের ভেতর একটি ভ্যান ঢুকিয়ে দিয়ে ১৩ জনকে হত্যা করা হয়। ওই ঘটনায় আরো শতাধিক আহত হয়েছে।

স্পেনীয় পুলিশ জানিয়েছে, ভ্যানের চালক এখনো পলাতক রয়েছে। এছাড়া ওই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তারা দুইজনকে গ্রেপ্তার করেছে। এখনো শহরটি ঘিরে রেখেছে পুলিশ।

এদিকে হামলাকারীদের পরিচয় প্রকাশ না করে আমাকের টেলিগ্রাম মেসেঞ্জার অ্যাকাউন্টের একটি বার্তায় বলা হয়েছে, বার্সেলোনা হামলকারীরা ‘ইসলামিক স্টেটের সৈনিক।’ যেসব দেশ মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর সঙ্গে মিলে ইরাক এবং সিরিয়ায় হামলা চালাচ্ছে, সেসব দেশকে লক্ষ্য করে হামলার অংশ হিসেবে বার্সেলোনায় এই হামলা চালানো হয়েছে।

এর আগেও ইউরোপে একই ধরনের বেশ কয়েকটি হামলা চালিয়েছে আইএস। বৃহস্পতিবারের ওই সহিংসতাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে আগেই মন্তব্য করেছিল স্পেনের পুলিশ।

গত বছর ফ্রান্সের নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে যোগ দিতে আসা মানুষের ভিড়ে ট্রাক উঠিয়ে দিয়ে এক হামলায় নিহত হয়েছিল ৮৬ জন পথচারী। এছাড়া ২০০৪ সালের মার্চে স্পেনের মাদ্রিদ শহরের একটি কমিউটার ট্রেনে ইসলামি জঙ্গিদের পুঁতে রাখা বোমায় প্রাণ হারিয়েছিল ১৯১ জন।

গো নিউজ২৪/ আরএস

এ সম্পর্কিত আরও সংবাদ


আন্তর্জাতিক বিভাগের আরো খবর