কমছে পুরুষের শুক্রাণু, সংকটে পড়বে মানবজাতি!


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২৬, ২০১৭, ১২:৪৮ পিএম
কমছে পুরুষের শুক্রাণু, সংকটে পড়বে মানবজাতি!

পুরুষের ক্রমবর্ধমান শুক্রাণু সংকট মানবজাতির বিলুপ্তি ডেকে আনতে পারে বলে সতর্ক করে দিয়েছেন গবেষকরা। আলাদা প্রায় ২০০ গবেষণা প্রতিবেদন পরীক্ষা-নিরীক্ষা করে এই সতর্কতা দিয়েছেন তারা।

গবেষণাগুলোতে দেখা যায়, উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে পুরুষদের শুক্রাণু সংখ্যা দিন দিন কমে আসছে। গত ৪০ বছরে এই সংখ্যা অর্ধেকে দাঁড়িয়েছে বলে উঠে এসেছে বিভিন্ন গবেষণায়। এতে অনেক গবেষকই ভবিষ্যতে মানুষের জন্মহার নিয়ে সংশয়ে পড়েছেন।

সর্বশেষ গবেষণার প্রধান গবেষক ডা. হাগাই লেভিন জানান, ভবিষ্যতে কী হতে পরে- এই ভেবে তিনি খুব উদ্বিগ্ন। এ পর্যন্ত এই বিষয়ে যতগুলো গবেষণা হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় গবেষণা এটি। ১৯৭৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ১৮৫টি গবেষণা প্রতিবেদন যাচাই-বাছাই করে নতুন এই প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।

ডা. লেভিন বলেন, পুরুষের শুক্রাণু সংখ্যা কমার এই ধারা যদি চলতে থাকে তবে মানবজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে। তিনি আরও বলেন, ‘আমরা যেভাবে জীবনযাপন করছি, যে আবহাওয়া ও রাসায়নিক পরিবেশে বাস করছি, তা যদি পরিবর্তন না করি তবে আমি খুবই উদ্বিগ্ন যে ভবিষ্যতে কী ঘটবে।’

এই গবেষকের ভাষায়, ‘শেষ পর্যন্ত আমরা এমন একটি সংকটে পড়বো, বিশেষ করে জন্মহার নিয়ে, যা মানবজাতির বিলুপ্তি ডেকে আনতে পারে।’

যেসব বিজ্ঞানী এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন না, তারাও এর মানের প্রশংসা করেছেন। তবে মানবজাতি বিলুপ্ত হবে কি না- সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না বলেও মনে করেন অনেকে।

জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের গবেষক ডা. লেভিন তার গবেষণায় দেখান, ১৯৭৩ সাল থেকে ২০১১ সালের মধ্যে উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের পুরুষদের শুক্রাণু জমা হওয়ার পরিমাণ (স্পার্ম কনসেনট্রেশন) কমেছে ৫২ দশমিক ৪ শতাংশ। আর মোট শুক্রাণু সংখ্যা কমেছে ৫৯ দশমিক ৩ শতাংশ। এসব অঞ্চলে বসবাসকারী পুরুষদের শুক্রাণু সংখ্যা ক্রমবর্ধমান হারে কমছে বলে গবেষণায় উঠে এসেছে।

তবে দক্ষিণ আমেরিকা, এশিয়া এবং আফ্রিকার দেশগুলোতে পুরুষের শুক্রাণু কমার কোনো লক্ষণ দেখা যায়নি। অবশ্য এসব অঞ্চলে আরো গবেষণা দরকার বলেও মনে করেন বিশেষজ্ঞরা। আগের গবেষণাগুলোতেও একই ফলাফল বেরিয়ে এসেছিল।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর