বউ বিক্রি করে শৌচাগার তৈরির নির্দেশ ম্যাজিস্ট্রেটের!


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২৬, ২০১৭, ১০:০৯ এএম
বউ বিক্রি করে শৌচাগার তৈরির নির্দেশ ম্যাজিস্ট্রেটের!

বাড়িতে শৌচাগার তৈরির মতো যথেষ্ট অর্থ না থাকলে স্ত্রীকে বিক্রি করে তা তৈরির নির্দেশনা দিয়ে বিতর্কে জড়িয়েছেন ভারতের এক কর্মকর্তা। শুক্রবার ভারতজুড়ে পরিচ্ছন্নতা বিষয়ক এক প্রচারণা কর্মসূচিতে অংশ নিয়ে বিহার জেলার ম্যাজিস্ট্রেট কনওয়াল তনুজ এমন মন্তব্য করেন।

বর্তমানে দেশের ৪ হাজার ৪১টি শহর এবং উপশহর পরিচ্ছন্ন করার লক্ষ্যে ‘সৌচ ভারত অভিযান’ বা ‘ভারত পরিচ্ছন্নকরণ অভিযান’ নামে একটি কর্মসূচি চালিয়ে যাচ্ছে ভারতীয় সরকার। এরই অংশ হিসেবে বিহারেও ওই অভিযান চালানো হয়। এতে নারীদের স্যানিটেশন নিরাপত্তা ও মর্যাদা নিয়ে কথা বলছিলেন তনুজ। সেখানেই এমন বেফাঁস মন্তব্য করেন তিনি।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, ওই ম্যাজিস্ট্রেট বলেন- ‘যদি পারেন, নারীদের সম্মান রক্ষা করেন। আপনারা যতই গরীব হন।’

এমন সময় এক লোক দাঁড়িয়ে বলেন, বাড়িতে টয়লেট নির্মাণের মতো যথেষ্ট অর্থ নেই তার। এর উত্তরে ম্যাজিস্ট্রেট তনুজ বলেন, ‘যদি এমন হয় তাহলে যাও, তোমার স্ত্রীকে বিক্রি করো।’

তিনি আরও বলেন, ‘এটাই যদি মানসিকতা হয়, তবে যান, আপনার স্ত্রীকে বিক্রি করুন।’ ওই কর্মকর্তার বক্তব্যের ভিডিওটি সামাজিকমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। তবে তনুজের দাবি, বিতর্ক সৃষ্টির উদ্দেশ্যে তার বক্তব্য বিকৃত করে প্রচার করা হয়েছে।

ভারতীয় এই কর্মকর্তা বলেন, ‘যে অংশটি ফলাও করে প্রচার করা হয়েছে, তা আমার বক্তব্যের একটি বিকৃত অংশ। পুরো বক্তব্যটি ছিল নারীদের প্রতি সম্মান দেখানোর জন্য দেয়া; অসম্মানের উদ্দেশ্যে নয়।’

কনওয়াল তনুজ

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর