‘পরমাণু অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের বুকে নির্মম আঘাত হানবো’


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২৬, ২০১৭, ০৯:৩৬ এএম
‘পরমাণু অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের বুকে নির্মম আঘাত হানবো’

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করলে ‘যুক্তরাষ্ট্রের বুকে’ পরমাণু হামলা চালানো হবে বলে দেশটির পক্ষ থেকে হুঁশিয়ারি দেয়া হয়েছে। মঙ্গলবার পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় বার্তাসংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এই খবর জানিয়েছে।

মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিআইএ’র পরিচালক মাইক পম্পেওর এক মন্তব্যের জবাবে এই হুঁশিয়ারি দেয়া হয়। গত সপ্তাহে তিনি মন্তব্য করেন, উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পরমাণু ভাণ্ডার থেকে কিমকে আলাদা করার পথ বের করা দরকার ট্রাম্প প্রশাসনের।

পম্পেও বলেন, ‘ওই দেশের শাসনব্যবস্থার ব্যাপারে বলা যায়, ওই শাসনব্যবস্থা থেকে তার শাসককে আলাদা করার একটি পথ খুঁজে পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী। আমি নিশ্চিত, উত্তর কোরিয়ার জনগণ হচ্ছে খুবই বিনয়ী এবং তারা তার (কিম) বিদায় চায়।’

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, ‘উত্তর কোরিয়া সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চায় যে দেশের সর্বোচ্চ পদ যদি হুমকির সম্মুখীন হয়, তবে পরমাণু অস্ত্রসহ সব ধরনের শক্তি প্রয়োগ করে যেসব দেশ এবং যারা এর সঙ্গে জড়িত থাকবে তাদের নিশ্চিহ্ন করে দেয়া হবে।’

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র আরও বলেন, ‘এরপরও যুক্তরাষ্ট্র যদি আমাদের সর্বোচ্চ নেতা সরিয়ে দেয়ার ন্যূনতম চেষ্টাও করে, আমরা আমাদের শক্তিশালী পরমাণু অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের বুকে নির্মম আঘাত হানবো।’

উত্তর কোরিয়া তার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও সমৃদ্ধ করছে কি না- মার্কিন গোয়েন্দাদের এমন পর্যবেক্ষণের মধ্যেই দেশটির পক্ষ থেকে এই হুমকি এলো। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্রের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর