শপথ নিলেন ভারতের ‘নিম্নবর্ণের’ রাষ্ট্রপতি কোবিন্দ


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২৫, ২০১৭, ০৪:১২ পিএম
শপথ নিলেন ভারতের ‘নিম্নবর্ণের’ রাষ্ট্রপতি কোবিন্দ

ভারতের ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোনও নিম্নবর্ণের সদস্য হিসেবে রাষ্ট্রপতির শপথ নিলেন রামনাথ কোবিন্দ। দেশটির প্রথম বাঙালি প্রেসিডেন্ট প্রণব মুখার্জির স্থলাভিষিক্ত হলেন তিনি। মঙ্গলবার ভারতীয় পার্লামেন্টের সেন্টার হলে এক অনুষ্ঠানে ১৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন কোবিন্দ।

৭১ বছর বয়সী বিহারের সাবেক এই গভর্নর ভারতের দ্বিতীয় দলিত প্রেসিডেন্ট হলেন। এর আগে দলিত শ্রেণি থেকে দেশটির প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন কে আর নারায়ানান। শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি দেশটির সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

কোবিন্দ ভারতের প্রথম প্রেসিডেন্ট, যিনি ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও বিজেপির মতাদর্শিক পরামর্শদাতা ও হিন্দু মৌলবাদী সংগঠন ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের’ (আরএসএস) সদস্য।

রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপদি হিসেবে প্রথম দিনটি শুরু করেন কোবিন্দ। এরপর রাষ্ট্রপতি ভবনে যান তিনি। সেখানে প্রেসিডেন্ট প্রণব তাকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি ভবন ঘুরিয়ে দেখান।

বিজেপিতে যোগদান করার পর কোবিন্দ দলিত শ্রেণীর একজন নেতা হিসেবে উঠে আসেন। ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি বিজেপির দলিত মোর্চার প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

লোকসভার ভোটে কোনও দিন না জিতলেও রামনাথ কোবিন্দ দুইবার ভারতীয় পার্লামেন্টের উচ্চ কক্ষ রাজ্যসভার সদস্য হয়েছেন। ১৯৯৪ সাল থেকে ২০০৬ পর্যন্ত টানা ১২ বছর তিনি রাজ্যসভার এমপি ছিলেন।

রামনাথ কোবিন্দ নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরেও ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ২০০২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি ভারতের প্রতিনিধি হিসেবে ভাষণও দেন। ২০১৫ সালের ৮ আগস্ট তাকে বিহারের রাজ্যপাল (গভর্নর) পদে নিয়োগ করা হয়।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর