রাতভর চলে কিশোরীর ওপর পাশবিক নির্যাতন


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২৪, ২০১৭, ০৯:০৪ পিএম
রাতভর চলে কিশোরীর ওপর পাশবিক নির্যাতন

প্রথমে বাড়ি থেকে অপহরণ করা হয় তাকে। তারপর চলে গণধর্ষণ। শেষে চার তলা ভবন থেকে কিশোরীকে ছুঁড়ে ফেলে দিল তারই প্রতিবেশী এক যুবক ও তার দুই বন্ধু। 

গুরুতর আহত সেই কিশোরী হাসপাতালে ভর্তি। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ভারতের কানপুরের কৃষ্ণনগর এলাকায় এই নির্মম ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় ১৬ বছরের ওই কিশোরীকে ঘর থেকে তুলে নিয়ে যায় সানি যাদব ও তার দুই বন্ধু। তার পর তাকে গণধর্ষণ করে। সানির বাড়ির উল্টো দিকে ভাড়া থাকে ওই কিশোরীর পরিবার।

স্থানীয় বাসিন্দা অম্বিকা সিংহ বলেছেন, ‘‘তখন আমি কাছেই দাঁড়িয়ে ছিলাম। রাস্তার উপর পড়েছিল ওই কিশোরীর দেহ। আমরাই পুলিশে খবর দিই। কিশোরিকে ভর্তি করানো হয় স্থানীয় হাসপাতালে। ’’

এই ঘটনার পর উত্তেজিত জনতা সানির বাড়িতে ভাঙচুর চালায়। তার একটা রেস্টুরেন্ট ভাঙচুর করে। পুলিশ অভিযুক্ত সানিতে গ্রেফতার করেছে। যদিও তার অপর দুই বন্ধু পলাতক রয়েছে। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

গো নিউজ২৪/এএইচ

আন্তর্জাতিক বিভাগের আরো খবর