কাবুলে ভয়াবহ গাড়ি বোমা হামলায় নিহত ২৪


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২৪, ২০১৭, ১২:৩৮ পিএম
কাবুলে ভয়াবহ গাড়ি বোমা হামলায় নিহত ২৪

আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ এক আত্মঘাতি গাড়ি বোমা হামলায় কমপক্ষে ২ ৪ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে। দেশটির খনিজ ও পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী একটি বাসকে লক্ষ্য করে হামলাটি চালানো হয় বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সোমবার এই ঘটনার দায় স্বীকার করে আল জাজিরার কাছে একটি বিবৃতি পাঠিয়েছে তালেবান।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল সাতটার দিকে হামলাটি চালানো হয়। এতে হতাহতরা আফগানিস্তানের হাজারা সম্প্রদায়ের সদস্য। এটি দেশটির সবচেয়ে বড় নৃতাত্ত্বিক সম্প্রদায়গুলোর একটি। আফগানিস্তানের ৩ কোটি জনগণের মধ্যে ২০ শতাংশ হচ্ছে হাজারা সম্প্রদায়ের সদস্য।

প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকে আফগানিস্তানে বেশ কয়েকটি হামলা চালিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। জাতিসংঘের প্রতিবেদন মতে, ২০১৭ সালের প্রথমার্ধে বিভিন্ন হামলায় দেশটিতে ১ হাজার ৬৬২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। এসব হামলার ২০ শতাংশই হয়েছে রাজধানী কাবুলে।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর