পশ্চিবঙ্গের কারাগারে বন্দি শিশুদের অধিকাংশই বাংলাদেশি


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২৪, ২০১৭, ১২:০৭ পিএম
পশ্চিবঙ্গের কারাগারে বন্দি শিশুদের অধিকাংশই বাংলাদেশি

ভারতের পশ্চিমবঙ্গের কারাগারগুলোতে বন্দি শিশুদের মধ্যে ৬৩ শতাংশই বাংলাদেশি বলে জানা গেছে রাজ্যটির পুনর্বাসন প্রশাসন অধিদফতরের এক প্রতিবেদনে। রাজ্যের শিশু অধিকার রক্ষা কমিশনের (ডব্লিউসিপিসিআর) কাছে ওই প্রতিবেদন দাখিল করা হয়।

পুনর্বাসন প্রশাসন অধিদফতরের প্রতিবেদনে বলা হয়, কলকাতার ১৯টি জেলে ২৬২ জন শিশু বন্দি আছে, যার মধ্যে ১৬৪ জনই বাংলাদেশি। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাতকারে কমিশনের চেয়ারম্যান অনন্য চ্যাটার্জি চক্রবর্তী বলেন, ‘মিয়ানমারেরও ১১ শিশু রয়েছে। তাদের বয়স দুই থেকে ছয় বছরের মধ্যে।’

ওই প্রতিবেদনে আরও বলা হয়, ১৬৪ বাংলাদেশি শিশুর মধ্যে ৭২ জন কলকাতার দমদম পুনর্বাসন কেন্দ্রে রয়েছে। আর ৫০ জন রয়েছে মুর্শিদাবাদের বেরহামপুর কেন্দ্রীয় পুনর্বাসন কেন্দ্রে।

অন্যন্য চক্রবর্তী বলেন, ‘এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য ছিল শিশুরা পর্যাপ্ত পুষ্টি, চিকিৎসা ও শিক্ষা পাচ্ছে কি না- তা নিশ্চিত করা। তারা কারাগারে কোনও হয়রানির শিকার হচ্ছে কি না- এটাও খতিয়ে দেখছি আমরা।’ তবে প্রতিবেদন অনুযায়ী শিশুরা ভালো আছে বলেও দাবি করেন তিনি।

কারা কর্তৃপক্ষ সঠিক তথ্য দিয়েছে কি না- তা খতিয়ে দেখতে আগস্ট মাস থেকে কমিশন ১৯টি জেল পরিদর্শন শুরু করবে। অনন্য চ্যাটার্জি বলেন, ‘পশ্চিমবঙ্গের জেলে থাকা বাংলাদেশি শিশুসহ সবার জন্য শিক্ষা, চিকিৎসা ও পুষ্টি নিশ্চিত করতে চান তারা।’ কারাগারে এত বেশিসংখ্যক বাংলাদেশি থাকার কারণ হিসেবে তিনি জানান, তাদের যাওয়ার আর কোনও জায়গা নেই।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর