‘সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে জার্মানি’


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২১, ২০১৭, ১২:১৩ পিএম
‘সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে জার্মানি’

জার্মানির বিরুদ্ধে সন্ত্রাসীদের আশ্রয় দেয়ার অভিযোগ করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কভুসগলু। কয়েকজন মানবাধিকার কর্মীকে গ্রেফতারের ঘটনায় তুরস্কের ওপর জার্মান কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আরোপের হুমকি এবং দেশটিতে ভ্রমণকারীদের ওপর সতর্কতা দেয়ার পরই এই মন্তব্য করলেন তিনি।

এর আগে বৃহস্পতিবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল তার দেশের নাগরিকদের তুরস্ক ভ্রমণের ওপর সতর্ককতা দিয়ে বলেন, দেশটিতে ‘গণগ্রেফতার’ থেকে রক্ষার ব্যাপারে জার্মানি তার নাগরিকদের আর নিশ্চয়তা দিতে পারছে না।

সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক জার্মান নাগরিকসহ ছয় মানবাধিকার কর্মীকে গ্রেফতারের পরই এই সতর্কতা দেয়া হয়।

তুরস্কের প্রধান রফতানি অংশীদার জার্মানি ওই অভিযোগকে ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেছে।

তুরস্কে জার্মান বিনিয়োগকারীদের বিনিয়োগে রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়টিও পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন গ্যাব্রিয়েল। সরকারি সূত্রের বরাত দিয়ে জার্মানির বিল্ড পত্রিকা জানিয়েছে, বর্তমানে তুরস্কের সঙ্গে মিলে একটি অস্ত্র তৈরির প্রকল্প বাস্তবায়নের কথা ভাবছে দেশটি।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর