বৃটেনে পাঠকপ্রিয়তার শীর্ষে ‌‘হালাল সেক্স’


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২০, ২০১৭, ১০:১২ এএম
বৃটেনে পাঠকপ্রিয়তার  শীর্ষে  ‌‘হালাল সেক্স’

সুস্থ, সুন্দর এবং স্বাভাবিক যৌন জীবন যাপনের জন্য মুসলিম নারীদের পরামর্শ দিতে প্রকাশিত হয়েছে নতুন সেক্স ম্যানুয়াল। বইটির নাম দ্য মুসলিমাহ সেক্স ম্যানুয়াল: আ হালাল গাইড টু মাইন্ড-ব্লোইং সেক্স। লিখেছেন বৃটিশ বংশদ্ভূত একজন মুসলিম নারী। প্রকাশের সঙ্গে সঙ্গেই বৃটেনে পাঠকপ্রিয়তার শীর্ষে রয়েছে ‌’হালাল সেক্স’ বইটি।

নিজের নাম প্রকাশ্যে আনেননি এই বইয়ের লেখিকা। তবে উম্মে মুলাধাত ছদ্মনামে তিনি বইটি প্রকাশ্যে আনেন। মাত্র এক সপ্তাহে বৃটেনসহ বিশ্বের মুসলিম নারীদের মাঝেও জনপ্রিয়তা পেয়েছে আ হালাল গাইড টু মাইন্ড-ব্লোইং সেক্স। লেখিকার মতে, “মুসলিম মহিলাদের মধ্যে যৌন জীবন সম্পর্কে পরিষ্কার ধারণা নেই। দম্পতিরা যৌনতা বলতে দুই যৌনাঙ্গের মিলনকেই বোঝে।” চিরাচরিত এই ধারণার বদল আনতেই মাইন্ড-ব্লোইং সেক্সের হালাল গাইড লিখেছেন বলে জানিয়েছেন লেখিকা।

মুসলিম সমাজে সাহিত্যের ক্ষেত্রেও যৌনতাকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়নি। সেই কারণে সাধারণের মধ্যে যৌনতার সঠিক ধারণাও নেই বলে দাবি করেছেন লেখিকা। চুম্বন থেকে সেক্স পজিশন কখন কোনটা বেশি তৃপ্তিদায়ক সেই বিষয়ে খুব খোলামেলা উপদেশ দেওয়া হয়েছে এই বইটিতে। যৌনতার ক্ষেত্রে পুরুষদের অতিক্রম করে মহিলাদের অগ্রণী ভূমিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। -ডেইলি মেইল অনলাইন

গো নিউজ২৪/পিআর
 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর