ইসরায়েল ও ইউরোপকে ধ্বংস করতে চায় ইসলাম: নেতানিয়াহু


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ১৭, ২০১৭, ১২:০৫ পিএম
ইসরায়েল ও ইউরোপকে ধ্বংস করতে চায় ইসলাম: নেতানিয়াহু

ফ্রান্সের রাজধানী প্যারিসে রোববার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়্যেল ম্যাখোঁর সঙ্গে সাক্ষাতে ইসলাম ধর্মের বিরুদ্ধে উস্কানীমূলন বক্তব্য দেয়া অব্যাহত রেখেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। ইসলামকে ‘সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যায়িত করেছেন এই ইহুদি নেতা।

ইসলাম ধর্ম ইসরায়েল ও ইউরোপকে ধ্বংস করে ফেলতে চায় বলে দাবি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানইয়াহু।

এর আগে ফ্রান্সের এলিসি প্যালেসে আনুষ্ঠানিক বৈঠকে বসেন দুই নেতা। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েল ও ইউরোপকে ধ্বংস করতে চায় ইসলামি সন্ত্রাস। আমরা ইহুদীদের ধ্বংস করার জন্য তাদের ডাক শুনেছি।’ এজন্য সবাইকে এক হওয়ার আহ্বান জানান তিনি।

ম্যাখোঁকে উদ্দেশ্য করে ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আপনি নিস শহর সম্পর্কে কথা বলেছিলেন। ইরান ও আইএস যে উগ্রবাদী ইসলাম তৈরি করেছে, সেটা ইউরোপকে ধ্বংস করে দেবে। আর এর শুরু হবে ইসরায়েলকে দিয়ে।’

ফিলিস্তিন ইসরায়েলকে সমর্থন না দেয়ায় মধ্যপ্রাচ্য সংকটের সূত্রপাত বলেও মন্তব্য করেন নেতানিয়াহু। এই ইহুদি নেতা বলেন, ‘তারা ইসরায়েলের কারণে পশ্চিমা দেশগুলোকে ঘৃণা করে না। বরং পশ্চিমাদের কারণেই ইসরায়েলকে ঘৃণা করে। তারা আমাদের এবং আপনাদের ধ্বংস করতে চায়। যেহেতু ফ্রান্স একটি বড় শক্তি, তাই তাদের বিষয়টি উপেক্ষা করা ঠিক না।’

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর