চীনে ভূমিধসে নিখোঁজ ১৪০


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ২৪, ২০১৭, ১২:৩৪ পিএম
চীনে ভূমিধসে নিখোঁজ ১৪০

চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রদেশ সিচুয়ানে ভূমিধসে নিখোঁজ হয়েছে প্রায় ১৪০ মানুষ। তারা সবাই মাটির নিচে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের অবস্থান শনাক্তে অভিযান চালিয়ে যাচ্ছে দেশটির উদ্ধারকারী সংস্থাগুলো।

বিবিসি জানিয়েছে, মাওক্সিয়ান কাউন্টির শিনমো গ্রামে স্থানীয় সময় ভোর ৬ টার দিকে একটি পাহাড়ের কিছু অংশ ধসে পড়ে। এতে প্রায় ৪০টি ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। ৪০০ মানুষ উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে। ছয়টি অ্যাম্বুলেন্স সেখানে উপস্থিত আছে। আরও কিছু অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে যাচ্ছে। 

চীনের সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মাওক্সিয়ান কাউন্টিতে ১ লাখ ১০ হাজার মানুষ বাস করে। শিনমো গ্রামটি পর্যটন এলাকা হিসেবে পরিচিত। তবে ভূমিধসের পর কোনও বিদেশি নাগরিক মাটিচাপা পড়েছেন কি না- তা এখনও জানা যায়নি।

উদ্ধার তৎপরতার সঙ্গে সংশ্লিষ্ট এক স্থানীয় কর্মকর্তা জানান, ওয়েনচুয়ান ভূমিকম্পের পর এটি এ এলাকার সবচেয়ে বড় ভূমিধসের ঘটনা। চীনের পার্বত্য অঞ্চলগুলোতে ভূমিধস অহরহ ঘটে থাকে। ভারি বৃষ্টিপাতের সময় এই দুর্ঘটনা আরও বেড়ে যায়। ২০০৮ সালে ওয়েনচুন কাউন্টিতে এক ভূমিকম্পে ৮৭ হাজার মানুষ নিহত হয়।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর