৮০০ বছরের প্রাচীন মসজিদ উড়িয়ে দিল আইএস


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ২২, ২০১৭, ১১:১৬ এএম
৮০০ বছরের প্রাচীন মসজিদ উড়িয়ে দিল আইএস

ইরাকের মসুলে ৮০০ বছরের পুরনো ঐতিহাসিক আল নুরি মসজিদ উড়িয়ে দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। মসজিদটি ছিল জঙ্গি গোষ্ঠিটির আদর্শিক প্রাণকেন্দ্র এবং তাদের স্ব-ঘোষিত খেলাফতের জন্মস্থান।

তবে আইএসের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার মসজিদটি ক্ষতিগ্রস্ত হওয়ার পেছনে মার্কিন বিমান হামলা দায়ী। ওই হামলায়ই মসজিদের মিনারটি ধসে পড়েছে। অবশ্য আইএসের এই দাবিকে ‘১ হাজার ভাগ মিথ্যা’ বলে আখ্যায়িত করেছেন মার্কিন কর্মকর্তারা।

ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবেদি জানান, আনুষ্ঠানিকভাবে আইএসের পরাজয় ঘোষণার পর থেকে তাদের এ ধরনের কর্মকাণ্ড বেড়েছে। দেশটির সামরিক বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তাদের বাহিনী মসজিদটি বন্ধ করে দেয়ার পর সেটি উড়িয়ে দেয় জঙ্গিরা।

গত কয়েক বছর ধরে আল নুরি মসজিদের মিনারে সাদাকালো পতাকা ঝুলিয়ে রেখেছিল জঙ্গি সংগঠনটি। ৮০০ বছর আগে ওই মিনার তৈরি করা হয়।

২০১৪ সালের ৪ জুলাই এই মসজিদে জুমার নামাজ পড়ান আইএসের প্রদান নেতা আবু বকর আল বাগদাদি। সেখান থেকেই তিনি তাদের কথিত খেলাফতের ঘোষণা দেন এবং সুন্নি মুসলিমদের জিহাদে অংশ নেয়ার আহ্বান জানান। এবারই প্রথম এবং শেষবার জনসম্মুখে আসেন বাগদাদি। জাতিসংঘের মতে, আইএসে যোগ দিতে অস্বীকৃতি জানানোর কারণে খেলাফত ঘোষণার এক মাস আগে মসজিদের ইমামকে হত্যা করা হয়।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর