রাশিয়া থেকে পাঁচটি সামরিক হেলিকপ্টার কিনছে বাংলাদেশ


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ২০, ২০১৭, ১২:০২ পিএম
রাশিয়া থেকে পাঁচটি সামরিক হেলিকপ্টার কিনছে বাংলাদেশ

রাশিয়ার কাছ থেকে পাঁচটি ‘এমআই-১৭১ এসএইচ’ সামরিক হেলিকপ্টার কিনতে যাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে ইতিমধ্যে রুশ রাষ্ট্রীয় যুদ্ধাস্ত্র রফতানি কোম্পানি রসোবরোনেক্সপোর্ট’র সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার।

সোমবার কোম্পানিটির মহাপরিচালক আলেক্সান্ডার মিখেভের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রাশিয়ার গণমাধ্যম স্পুটনিক নিউজ।

রসোবরোনেক্সপোর্ট’র ওয়েবসাইটে বলা হয়েছে, এমআই-১৭১ এসএইচ হেলিকপ্টার সর্বোচ্চ ১৩ টন ওজন বহনে সক্ষম এবং ভূমি থেকে ছয় কিলোমিটার উচ্চতায় উড়তে পারে।

এক প্রেস রিলিজে মিখেভ বলেন, ‘বাংলাদেশ তার বিমান এবং হেলিকপ্টার বহরকে কার্যকরভাবে আধুনিকায়ন করে যাচ্ছে। আমরা আনন্দিত যে রাষ্ট্রটি (বাংলাদেশ) তাদের উচ্চমানসম্পন্ন (সামরিক) পণ্যের জন্য রাশিয়াকে বেছে নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের এই অংশীদারের সঙ্গে পাঁচটি এমআই-১৭১ এসএইচ হেলিকপ্টার সরবরাহের চুক্তি করেছি। ২০১৮ সালে চুক্তির শর্ত কার্যকর হবে।’

এছাড়া রাশিয়ার বহুমুখী হালকা পাল্লার ‘আনসাত’ হেলিকপ্টার ও আরও এমআই-১৭১ এসএইচ হেলিকপ্টার বাংলাদেশকে সরবরাহে তার দেশ আগ্রহী বলেও জানান মিখেভ।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর