সেনারা নারী ধর্ষণ করলে দায় নেবেন দুতের্তে!


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ২৭, ২০১৭, ০৪:১৯ পিএম
সেনারা নারী ধর্ষণ করলে দায় নেবেন দুতের্তে!

ফিলিপাইনে সামরিক শাসন চলাকালে সেনারা নারী ধর্ষণ করলে তার দায় নেবেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে! হ্যাঁ, এমন ঘোষণাই দিয়েছেন তিনি। কোনো সেনা তিনজন নারীকে ধর্ষণ করলে তার দায় ব্যক্তিগতভাবে নেবেন বলে ঘোষণা দুতের্তের।

তবে এসব কথা তিনি বলেছেন স্রেফ কৌতুক করে। সামরিক শাসনের অধীনে সেনা সদস্যরা যাতে আরো শক্তভাবে কাজ করতে পারে, তার গুরুত্ব বোঝাতে গিয়েই এই মন্তব্য করেছেন বিভিন্ন সময়ে বিতর্কিত কথা বলে আলোচনায় থাকা এই ফিলিপিনো প্রেসিডেন্ট।

ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের দক্ষিণাঞ্চলে চলমান সামরিক শাসন সংক্রান্ত যেকোনো দায়ভার তিনি বহন করবেন বলে মন্তব্য করেছেন দুতের্তে। তবে কোনো ধরনের নির্যাতন সহ্য করা হবে না বলেও জানিয়েছেন তিনি।

ফিলিপাইনের এই প্রেসিডেন্ট বলেন, ‘যদি আপনারা খারাপ হন, তবে আমিও খারাপ হবো। কিন্তু সামরিক আইন, এর ফলাফল এবং এ সংক্রান্ত যেকোনো বিষয়ে আমি, আমি একা দায়ী থাকবো। আপনারা আপনাদের কাজ করুন। বাকিটা আমি দেখছি।’

এই সময় তিনি কৌতুক করে বলেন, ‘আপনারা যদি তিনজনকেও ধর্ষণ করতেন, আমি তার অনুমোদন দিতাম। এটা আমার দায়।’

জঙ্গি গোষ্ঠি আইএস সম্পৃক্ত বিদ্রোহীদের দমনে মিন্দানাও দ্বীপে সামরিক শাসন জারি করেছেন দুতের্তে। সেখানকার সেনাদের এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর