মিসরে বাসে গুলিবর্ষণ, নিহত অন্তত ২৩ খ্রিস্টান


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ২৬, ২০১৭, ০৫:০৫ পিএম
মিসরে বাসে গুলিবর্ষণ, নিহত অন্তত ২৩ খ্রিস্টান

মিসরে কপ্টিক খ্রিস্টানদের বাহনকারী একটি বাসে বন্দুকধারীদের এক হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছে এবং ২৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি একটি গির্জার দিকে যাওয়ার সময় মিসরের রাজধানী কায়রো থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণে মিনা প্রদেশে হামলার ঘটনা ঘটে।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠি হামলার দায় স্বীকার করেনি।

মিসরের মোট জনসংখ্যার ১০ শতাংশ খ্রিস্টান। সম্প্রতি দেশটির সংখ্যালঘু এই সম্প্রদায়টির ওপর বেশকিছু হামলার ঘটনা ঘটেছে। গত এপ্রিলে পাম সানডে উপলক্ষে তান্তা এবং আলেকাজান্দ্রিয়াতে দুটি আলাদা হামলায় কয়েক ডজন খ্রিস্টান ধর্মাবলম্বী নিহত হয়।

এছাড়া গত বছরের ডিসেম্বরে কায়রোর সবচেয়ে বড় কপ্টিক গির্জায় হামলার ঘটনায় ২৫ জন নিহত ও ৪৯ জন আহত হয়। এদের মধ্যে অনেক নারী ও শিশুও ছিল।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর