শতাধিক বেসামরিক ইরাকি হত্যার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ২৬, ২০১৭, ০৪:২১ পিএম
শতাধিক বেসামরিক ইরাকি হত্যার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের

ইরাকের মসুল শহরের পশ্চিমাঞ্চলের একটি বাড়িতে বিমান হামলায় ১০৫ জন বেসামরিক ইরাকি নিহত হওয়ার কথা স্বীকার করেছে মার্কিন প্রতিরক্ষা সদর পেন্টাগন। ২০০৩ সালে সাদ্দাম সরকারকে উৎখাতের লক্ষ্যে দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের পর সবচেয়ে ভয়াবহ হামলার মধ্যে এটি একটি বলেও জানিয়েছেন তারা।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ১৭ মার্চের ওই হামলার ঘটনায় নিহতের সংখ্যা ১৪১ জনে দাঁড়াতে পারে। কারণ এখন পর্যন্ত ৩৬ জনের কোনো হিসাব পাওয়া যায়নি।

আইএস এবং ইরাকি বাহিনীর বিশেষ ইউনিটের মধ্যে লড়াই তীব্র রূপ ধারণ করায় নিহতরা ওই বাড়িটিতে আশ্রয় নিয়েছিল। নিহতদের ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এ নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।

পেন্টাগনের এক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, হামলার শিকার বাড়িটিতে বিস্ফোরক তৈরি করছিল আইএসের যোদ্ধারা। পরে তাদের ওই বিস্ফোরকের বিস্ফোরণ ঘটলে বাড়িটি ধসে পড়ে। এছাড়া দুই আইএস যোদ্ধাকে লক্ষ্য করে মার্কিন বিমান ৫০০ পাউন্ড ওজনের বোমা সেখানে ফেলেছিল বলেও প্রতিবেদনে বলা হয়।

বাড়িটিতে যখন হামলা করা হয়, তখন সেখানে দেড়শর বেশি মানুষ ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। এরা সবাই স্বেচ্ছায় সেখানে আশ্রয় নিয়েছিল বলেও জানিয়েছেন তারা।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর