অবশেষে ‘গ্রাজুয়েট’ হলেন জুকারবার্গ


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ২৬, ২০১৭, ০৩:১৫ পিএম
অবশেষে ‘গ্রাজুয়েট’ হলেন জুকারবার্গ

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ছিটকে পড়া বিখ্যাত শিক্ষার্থীদের একজন নিঃসন্দেহে মার্ক জুকারবার্গ। নিজের স্নাতক ডিগ্রিটা না নিয়েই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনায় ইতি টানেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিকমাধ্যম ফেসবুকের এই প্রতিষ্ঠাতা। অবশ্য শেষ পর্যন্ত এক যুগ পরে এসে গ্রাজুয়েশনের স্বীকৃতি পেলেন এই তরুণ ধনকুবের। তবে তা সম্মানসূচক।

গ্রাজুয়েটিং ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যও দিয়েছেন জুকারবার্গ। নিজের স্নাতক না হওয়ার দিকে ইঙ্গিত করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ‘আমি যা করতে পারিনি, আপনারা সেটা সম্পন্ন করুন।’

২০০৪ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে পড়ার সময় ফেসবুক তৈরির কাজ শুরু করেন এই প্রযুক্তি পাগল এই মানুষটি। সেই সময়েই পড়াশোনা ছেড়ে দেন তিনি। নইলে তো আর আজকে আমরা ফেসবুক ব্যবহার করতে পারতাম না!

ব্যস, তখনই শেষ হয়ে যায় জুকারবার্গের শিক্ষাজীবন। এরপর সারাক্ষণ থাকতে হয়েছে ফেসবুকের সঙ্গে। ৩২ বছর বয়সী জুকারবার্গ তার গ্রাজুয়েশনের সম্মাননায় দেয়া বক্তব্যের মধ্য দিয়ে হার্ভার্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ বক্তা হিসেবেও নিজের নাম লেখালেন।

বিশ্বের এই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়টি থেকে ছিটকে পড়াদের মধ্যে আছেন বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসও। ১৯৭৫ সালে হার্ভার্ডের পড়াশোনায় মাঝপথে ইতি টেনে ওই বছরই মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন তিনি। ২০০৭ সালে তাকেও সম্মানসূচক স্নাতক ডিগ্রি দিয়েছিল তার বিশ্ববিদ্যালয়।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর