বিশ্ব নেতাদের প্রতি বারাক ওবামার নতুন আহবান


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ২৫, ২০১৭, ০৬:১৫ পিএম
বিশ্ব নেতাদের প্রতি বারাক ওবামার নতুন আহবান

যুদ্ধ, পরিবেশ ও জলবায়ু বিপর্যয়ের কারণে উদ্বাস্ত সমস্যা সংশ্লিষ্ট দেশগুলোকে আতঙ্কিত করে তুলছে।  তারপরও প্রতিটি দেশকে উদ্বাস্তদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানিয়ে বারাক ওবামা বলেন “ দেয়ালের পেছনে লুকিয়ে উদ্বাস্ত সমস্যার সমাধান হবেনা”। 

আজ সকালে বার্লিনে জার্মান চ্যান্সেলর এন্জেলা মার্কেলের সাথে এক বৈঠকে বারাক ওবামা এ কথা বলেন।  

বারাক ওবামা আরো বলেন, জনগণকে এটা বোঝানো উচিত যে, সকলেই আন্ত:সংযুক্ত পৃথিবীর অধিবাসী।  গণতান্ত্রিক ও বৈশ্বিক দায়বদ্ধতা থেকেই উদ্বাস্তদের সহায়তা করা উচিত। যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে যুদ্ধবিরতির ব্যবস্থা, পরিবেশ ও জলবায়ু সমস্যার সমাধানের পাশাপাশি অধিক সাহায্য উদ্বাস্ত সমস্যার সমাধানে বৈশ্বিক উদ্বেগ কমে আসবে। 

উদ্বাস্তদের ইউরোপমুখী চাপ কমাতে তাদের নিজের দেশে উন্নত সুযোগ তৈরি, সকলের কাজের সুযোগ ও কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে উন্নত দেশগুলোর প্রতি আহবান জানান বারাক ওবামা।  

জার্মানির প্রটেস্ট্যান্ট চার্চ সংস্কারের ৫০০তম বার্ষিকীতে আজ বার্লিনে জার্মান চ্যান্সেলর এন্জেলা মার্কেলের সাথে এক যৌথ বক্তৃতায় এসব কথা বলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
গো নিউজ/এমআর/এআর

আন্তর্জাতিক বিভাগের আরো খবর