দুর্নীতি মামলায় পার্ক গিউনের বিচার শুরু


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ২৪, ২০১৭, ০১:৩১ পিএম
দুর্নীতি মামলায় পার্ক গিউনের বিচার শুরু

দুর্নীতির দায়ে অভিযুক্ত দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হেকে গতকাল মঙ্গলবার আদালতে হাজির করা হয়। এ সময় তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন।

পার্ক গিউন হের বিরুদ্ধে ঘুষ, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রীয় গোপন তথ্য বান্ধবীর কাছে ফাঁসের অভিযোগ আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, এই শুনানি কয়েক মাস চলবে।

গতকাল পার্ক গিউন হেকে কয়েদির পোশাক ও হাতকড়া পরা অবস্থায় যখন সিউল আদালতে হাজির করা হয়, তখন তাঁর মুখে কোনো রকমের প্রসাধন ছিল না।

বিচার শুরু হওয়ার পর তাঁর আইনজীবীরা বলেন, পার্কের বড় কোম্পানিগুলোর কাছ থেকে অর্থ নেওয়ার জন্য চাপ দেওয়ার কোনো কারণ থাকতে পারে না; যে অর্থ তিনি নিজের জন্য ব্যবহার করতে পারবেন না।

পার্ক গিউন হের ঘনিষ্ঠ বান্ধবী চোই সুন-সিল ক্ষমতার অপব্যবহার করে আর্থিক সুবিধা নিয়েছেন বলে অভিযোগ ওঠার পর এ সংকটের সূচনা হয়। চোই সুন-সিল কোনো সরকারি পদে না থাকলেও ব্যাপক প্রভাবের অধিকারী ছিলেন বলে মনে করা হয়।

দুর্নীতির দায়ে পার্ক গিউন হেকে গত ১০ মার্চ দেশটির সাংবিধানিক আদালত প্রেসিডেন্টের পদ থেকে বরখাস্ত করেন। মার্চে গ্রেপ্তার হওয়ার পর এই প্রথম গতকাল জনসমক্ষে দেখা গেল তাঁকে।

গো নিউজ২৪/পিআর

আন্তর্জাতিক বিভাগের আরো খবর