ভারতে ১৬ মাওবাদী বিদ্রোহীকে হত্যা


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ১৭, ২০১৭, ০৫:৪৯ পিএম
ভারতে ১৬ মাওবাদী বিদ্রোহীকে হত্যা

ভারতের পুলিশ বলছে, তারা ছত্তিশগড়ের কেন্দ্রীয় প্রদেশে ১৬ মাওবাদী বিদ্রোহীকে হত্যা করেছে। রাজ্যের মাওবাদী বিরোধী শক্তির প্রধান ডিএম আওস্থী এএফপি নিউজ এজেন্সিকে জানান, বিজয়পুর জেলার কাছাকাছি এলাকায় এ সংঘর্ষ সংঘটিত হয়।

মাওবাদীদের দ্বারা এই অঞ্চলটি দীর্ঘদিন বিদ্রোহ চলছে। বিদ্রোহীরা গত মাসে ২৪ জন সৈন্য হত্যা করেছে। মাওবাদীরা কমিউনিস্ট শাসনের জন্য এবং উপজাতীয় জনগণ এবং গ্রামীণ দরিদ্রদের অধিকারের জন্য লড়াই করছে।

কিছু সংবাদ মাধ্যম জানায়, বিদ্রোহীরা দুটি ভিন্ন সহিংসতায় তাদেরকে হত্যা করেছে। তবে পুলিশ সহিংসতার সঠিক সময় সম্পর্কে স্পষ্ট বিবরণ দেয়নি। বিদ্রোহীরা ভারতের বেশ কয়েকটি পূর্ব ও কেন্দ্রীয় রাজ্যগুলিতে সক্রিয় অবস্থান নিয়েছেন।

গত মাসে হামলার পর বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেয় ভারত সরকার। 

বিদ্রোহীরা নিয়মিতভাবে ভারতীয় নিরাপত্তা বাহিনী লক্ষ্য করে। তারা সবচেয়ে মারাত্মক হামলা চালায় ২০১০ সালে। সে সময় ছত্তিশগড়ে দান্তেওয়াদা জেলার ৭৪ জন পুলিশ সদস্যকে হত্যা করে। সূত্র: বিবিসি

সম্পাদনায়: পাপলু রহমান


গো নিউজ২৪/পিআর
 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর