মেসিডোনিয়ার সংসদে ভয়াবহ মারামারি


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৮, ২০১৭, ১০:০৬ এএম
মেসিডোনিয়ার সংসদে ভয়াবহ মারামারি

ইউরোপের দেশ মেসিডোনিয়ার পার্লামেন্টে ভয়াবহ মারামারির ঘটনা ঘটেছে। এই মারামারিতে অন্তত ১০ জন পার্লামেন্ট সদস্য আহত হন। 

স্থানীয় সময় বৃহস্পতিবার মেসিডোনিয়ার পার্লামেন্টের সদস্যরা আলবেনিয়ান বংশোদ্ভূত তালাত জাফরিকে স্পিকার নির্বাচন করলে এই তুমুল মারধরের সূত্রপাত ঘটে।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী নিকোলা গ্রুয়েভস্কির ভিএমআরও দলের সমর্থকরা নতুন নির্বাচনের দাবিতে তুমুল হৈ-হল্লা করতে থাকেন। একপর্যায়ে সোশ্যাল ডেমোক্রেট দলের নেতা জোরান জেইভকে আঘাত করেন আরেক পার্লামেন্ট সদস্য। এরপরই মারামারির সূত্রপাত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এ সময় প্রায় ২০০ মুখোশধারী প্রতিবাদকারী হৈচৈ করে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে এবং এথনিক আলবেনিয়ান পার্টি ও সোশ্যাল ডেমোক্রেট দলের নেতাদের আঘাত করে। 

গত ডিসেম্বরের নির্বাচনে জোরান জেইভ এথনিক আলবেনিয়ান পার্টির সঙ্গে জোট করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও দেশটির রাষ্ট্রপতির নির্বাহী আদেশে শেষমেশ আর সরকার গঠন করতে পারেননি।

 

গো নিউজ২৪/এএইচ

আন্তর্জাতিক বিভাগের আরো খবর