চীনা শিশুদের ইসলামি নাম রাখা যাবে না!


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৫, ২০১৭, ০৬:২৫ পিএম
চীনা শিশুদের ইসলামি নাম রাখা যাবে না!

মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশে শিশুদের ইসলামি নাম রাখার ক্ষেত্রে কতগুলো শব্দ নিষিদ্ধ করেছে চীনা সরকার।

নিষিদ্ধ নামের তালিকায় যেসব শব্দ রয়েছে, তার মধ্যে ইসলাম, কোরআন, মক্কা, মদিনা, জিহাদ, সাদ্দাম, হজ উল্লেখযোগ্য।

‘আদিবাসী সংখ্যালঘুদের জন্য নাম রাখার আইন’ শীর্ষক চীনা কমিউনিস্ট পার্টির একটি নথির উদ্ধৃতি দিয়ে রেডিও ফ্রি এশিয়া মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

জিনজিয়াং প্রদেশের উরুমকি শহরে এক পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রেডিও ফ্রি এশিয়া জানিয়েছে, যেসব নাম নিষিদ্ধ করা হয়েছে, এসব নামধারী কোনো ব্যক্তিকে আবাসন নিবন্ধন দেওয়া হবে না।

চীনের জিনজিয়াং প্রদেশে মুসলিম উইঘুর সম্প্রদায়ের বসবাস। এই প্রদেশে চীন মূলত তাদের ‘সন্ত্রাসবিরোধী’ অভিযান চালিয়ে থাকে। তবে মূল ঘটনা হলো, জিনজিয়াং প্রদেশে স্বাধীন ভূখণ্ডের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে উইঘুর সম্প্রদায়। কিন্তু তাদের এ লড়াইকে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসবাদী হিসেবে অভিহিত করে দমন অভিযান জারি রেখেছে চীনা সরকার।

আন্তর্জাতিক অধিকার সংস্থাগুলো জিনজিয়াংয়ে উইঘুরদের ধর্মীয় স্বাধীনতা খর্বের জন্য চীনা কমিউনিস্ট পার্টিকে দায়ী করে আসছে। তবে সব ধরনের দমন-পীড়নের অভিযোগ অস্বীকার করে আসছে চীন।

গোনিউজ২৪/এম

আন্তর্জাতিক বিভাগের আরো খবর