পানি উৎসবে নিহত ২৮৫


প্রকাশিত: এপ্রিল ১৮, ২০১৭, ০৫:৪৬ পিএম
পানি উৎসবে নিহত ২৮৫

মিয়ানমারে পানি উৎসবে অংশগ্রহণ করে নিহত হয়েছে ২৮৫ জন ও আহত হয়েছেন ১০৭৩ জন। বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত ৪ দিনব্যাপী চলা পানি উৎসবে ঘটে এই দূর্ঘটনাটি।

প্রতি বছরই মিয়ানমারবাসী এই পানি উৎসব পালন করে থাকে। গত বছর এই উৎসবে ২৭১ জন নিহত হয়েছিল ও আহত হয়েছিল ১০৮৬ জন।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া নিউজ জানায়, এখন পর্যন্ত এই উৎসব নিয়ে ১২ শ মামলা দায়ের করা হয়েছে। কিন্তু দূর্ঘটনাগুলোর জন্য আসামী হিসেবে কাউকে শনাক্ত করা হয়নি।

এই মর্মান্তিক দূর্ঘটনায় নিহতদের ১০ জন হলেন রাজধানী নাইপাইদোর, ইয়াঙ্গুনের ৪৪ জন, মানদালার ৩৬ জন, সাগাইনের ২৬ জন, তানিনথিয়ারি ১১, বাগো ৩৭, মগের ১১ জন, মনের ২০ জন, রাখাইনের ১৭ জন, সান রাজ্যের ২৯ জন ও আয়েয়াওয়াদ্দের ২৮ জন নাগরিক।

গো নিউজ২৪/এএইচ

আন্তর্জাতিক বিভাগের আরো খবর